তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে অপরাধীদের ধরার জন্য ডেভিল হান্ট অভিযান চলছে। এর মাধ্যমে অপরাধীদের বের করা হবে। জুলাই অভ্যুত্থানের স্মৃতি আমাদের সবাইকে ধরে রাখতে হবে। জুলাই এর অভ্যুত্থানকে কেন্দ্র করে আগামী প্রজন্ম তৈরি হবে। গতকাল বুধবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এ তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় বসে আছে। আন্দোলনের সময় আমরা কিছু ফ্যাসিবাদ চিহ্নিত করতে পেরেছি এবং আরো অনুসন্ধান চলছে। ক্ষমতার অপব্যবহার করে বিগত ২০১৪-১৮ নির্বাচনে যারা জণগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বিজয় দাবি করেছেন তদন্তপূর্বক সকলকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, জুলাই শহীদ পরিবারে কারা কোথাও আছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্যই এই তারুণ্যের উৎসব। এই তারুণ্যের মাধ্যমে সবাই উজ্জীবিত হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে। এমনভাবে রাষ্ট্র পরিচালনা করে হবে যাতে করে নতুন হাসিনা না আসে। আমাদের বিজয়ের আনন্দ ৫ তারিখে যেটা পেয়েছিলাম সেটা যেন আগামীতেও পাই সে সহযোগিতা আমাদের দরকার। তারুণ্যের জোয়ার আজ পুরো পৃথিবী জুড়ে আমরা দেখছি। তরুণরা এতদিন সহ্য করেছে আর করবে না। আগামী শিক্ষা প্রতিষ্ঠানে তরুণরা কোন দিকে যাবে সেটা সময়ই বলে দিবে। এতোদিন রাষ্ট্র সরকার তরুণরা বাইরে থেকে দেখেছে। এখন তা ভেতর থেকে দেখা হচ্ছে। একটি অভিজ্ঞতা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যেসব অপরাজনীতি করছে তা বাদ দিয়ে কিভাবে সুন্দরভাবে দেশটাকে সুন্দর করা যায় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, আমাদের জীবনে একটি কালো অধ্যায় ছিল। আমাদের কণ্ঠ রোধ করা হয়েছিলো। আমাদের ছেলে মেয়েরা সেই কণ্ঠ ফিরিয়ে দিয়েছে। আজকের তরুণদের মাধ্যমে আমরা নতুন একটি দেশ উপহার পেয়েছি। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, পিআইবি'র মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত ছিলেন।