বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ রদবদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম হচ্ছেন দেশের নতুন পররাষ্ট্রসচিব। একইসঙ্গে, তার স্থলাভিষিক্ত হিসেবে জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে ওয়াশিংটনে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে আগামী সপ্তাহে দায়িত্ব গ্রহণ করবেন পেশাদার কূটনীতিক আসাদ আলম সিয়াম। ইতোমধ্যে তার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার প্রস্তুতি চলছে।

একইসঙ্গে, বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর কানাডায় নিযুক্ত হাইকমিশনার নাহিদা সোবহান হবেন জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

যারা যাচ্ছেন, যাদের জায়গায় যাচ্ছেন

সূত্র জানায়, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে প্রস্তাবিত দূতদের নাম পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতি (অ্যাগ্রিমো) পাওয়া গেলে এই নিয়োগ চূড়ান্ত হবে।

আসাদ আলম সিয়াম, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। পররাষ্ট্রসচিব হওয়ার আগে তিনি ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাষ্ট্রাচার প্রধান হিসেবেও দায়িত্বে ছিলেন।

তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি আগে শ্রীলঙ্কায় হাইকমিশনার এবং নিউইয়র্কে জাতিসংঘ মিশনে উপস্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। কলকাতা উপহাইকমিশনেও তার কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে।

বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা। তিনি চীন, কাতার ও গ্রিসে রাষ্ট্রদূত এবং নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি, ইসলামাবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নাহিদা সোবহান, বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কূটনীতিক। তিনি জর্ডানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন এবং সিরিয়া ও ফিলিস্তিনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া, জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশের মিশনে কাজ করেছেন।