জাতীয়
মাগুরার ধর্ষনের শিকার সেই শিশুটি আর নেই
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মৃত্যবরণ করেছেন। এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ।

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মৃত্যবরণ করেছেন।
এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন । চিকিৎসকদের বরাত দিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।
এতে বলা হয়, মাগুরায় শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ আরো দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। দ্বিতীয় বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না। জিসিএস (কোমা) লেভেল ৩। রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।
ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গত শনিবার বিকালে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
এর আগে মাগুরার শ্রীপুর উপজেলার বাসিন্দা এই শিশুটি মাগুরা শহরে বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। তার শারীরিক অবস্থার অবনতির পর মাগুরা থেকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে অচেতন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার অবনতি দেখে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত নেন।