আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে ঘোষিত রাজনৈতিক কর্মসূচি নিয়ে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকারের দফতর। এই কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “রাজপথে যে কোনো বিশৃঙ্খল কর্মসূচি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে দমন করবে।”

শফিকুল আলম লিখেছেন, বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন, এটি ২৮ অক্টোবর, ২০০৬। তারা কল্পনা করছেন, প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার-হাজার দুর্বৃত্তের দলকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন। 

তিনি আরও লিখেছেন, দুঃখিত - এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলের যেকোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবিলা করা হবে। 

প্রেস সচিব লিখেছেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন এটি ২৮ অক্টোবর, ২০০৬ নয়। এটি জুলাই- চিরকাল।

প্রসঙ্গত, ২০০৬ সালের অক্টোবর মাস, বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন, সেজন্য তখন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তুমুল আন্দোলন করছিল।

এমন প্রেক্ষাপটে ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামীর নেকর্মীদের ওপর হামলা চালাই আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠনগুলের কর্মীরা। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন ছিল এদিন। ওইদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা আলোড়ন তৈরি করেছিল।