আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে বলে গুঞ্জন ছিল। তবে, মনোনয়ন দাখিলের জন্য আর সময় বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। সময় না বাড়ানোয় আজই মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে।
সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান তিনি ।