দেশের রাজনৈতিক অঙ্গনে গতকাল বৃহস্পতিবার সারাদিন বিরাজ করেছিল উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

এরই মাঝে বৃহস্পতিবার (২২ মে) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে তিনি পবিত্র কোরআনের সূরা আস-সফের ১৩ নম্বর আয়াতের একটি অংশ তুলে ধরেন।

তিনি লিখেন, ‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব’- যার অর্থ, ‘আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী।’

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।