বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন ও পিরোজপুর ফোরামের উদ্যোগে রাজধানীর শাহবাগ পিজি হাসপাতাল অডিটোরিয়াম মিলনায়তনে আল্লামা সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম বিন সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা সাইয়্যেদ কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, বৈষম্য বিরোধী আন্দোলনের নেপথ্য সমন্বয়ক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম । আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী হাবিবুল্লাহ বেলালী, আল্লামা সাঈদীর আইনজীবি এডভোকেট মশিউল আলম, সিনিয়র এডভোকেট মিজানুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা আব্দুর রহীম মাদানী, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার । চরমোনাই পীর মাওলানা ইছহাক রহঃ এর সাহেবজাদা মাওলানা ফেরদৌস বিন ইসহাক।

মারকাযুল মাদিনা আল ইসলামীর পরিচালক ও সাভারের ঐতিহ্যবাহী ইলাহ মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ আযহারীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মোকামিয়া দরবারের পীর মাওলানা ফেরদাউস আহমাদ, টেকেরহাট দরবারের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মিরেরসরাই দরবারের পীর মাওলানা আব্দুল মোমেন নাছেরী । পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা শেখ আব্দুর রাজ্জাক,শহীদ পরিবারের সদস্য মাওলানা একে এম ইউসুফ রহ.এর সন্তান ডা. মাহবুবুর রহমান, শহীদ মাওলানা আব্দুস সোবহান রহ.এর সন্তান দারুল আমান ট্রাস্টের সেক্রেটারি নেছার আহমেদ নান্নু, শহীদ আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ রহ.এর সন্তান তরুন লেখক আলী আহমেদ মাবরুর, শহীদ কামারুজ্জামান রহ.এর সন্তান হাসান ইমাম ওয়াফী,মুফাসসীরে কুরআন মাওলানা ফখরুদ্দিন আহমেদ, মাওলানা সাদিকুর রহমান আজহারী, ঢাকাস্থ পিরোজপুর ফোরামের সভাপতি অধ্যাপক এবিএম খায়রুল ইসলামসহ অন্যান্য উলামায়ে কেরাম।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আযাদ, পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী গোলাম মোস্তফা মূসা, জেলা শিবিরের সাবেক সভাপতি জনাব ইলিয়াস মৃধা, ঢাকাস্থ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) পিরোজপুর-২ আসনের সমন্নয়ক, জামায়াতের ঢাকা চকবাজার থানা আমীর মাওলানা মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদের বয়ান তৈরি করে শেখ হাসিনার মাধ্যমে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ দেশপ্রেমিক রাজনীতিবিদদের জুডিশিয়াল কিলিং (বিচারিক হত্যাকাণ্ড) করে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ওপর ভারতের হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।