বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি গঠন সংক্রান্ত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে সংগঠনটি। সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে ঢাকার নিউ ইস্কাটনস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
অ্যাসোসিয়েশন স্পষ্ট করে জানিয়েছে, ওই সভায় নতুন কমিটি গঠন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কিন্তু সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে মর্মে কিছু কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যা আদতে সত্য নয়।
সংগঠনের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।