২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফল বিশ্লেষণে জানা যায়, প্রথমবার ফলাফল প্রকাশে অকৃতকার্য থেকে খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।

শুধু তাই নয় নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন। অকৃতকার্য থেকে নতুন করে পাস করেছেন ২৯৩ জন।