ফ্যাসিস্ট শেখ হাসিনার পূবালী ব্যাংকের মতিঝিল শাখার একটি লকার জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) জব্দ করেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে এই লকারটি জব্দ করা হয়েছে।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন, লকারটি হাসিনার নামে, ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত (লকার নং-১২৮)। দুটি চাবির মধ্যে একটি চাবি বর্তমানে হাসিনার কাছে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই লকার জব্দ করা হয়েছে, যাতে লকারের ভিতরের স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করা যায়।
সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা খোলা হবে। এনবিআর সূত্র জানিয়েছে, লকারের মধ্যে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে।
তবে এখনই লকারের সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্য ও প্রক্রিয়ার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পরবর্তী তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করতে পারে।