অনাবাসী বাংলাদেশিদেরকে নিজ দেশ থেকেই হজ পালন করতে হবে। তারা যেসব দেশে বসবাস বা অবস্থান করছেন, সেসব দেশ থেকে বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ নেই।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ–১ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী সেই দেশ ব্যতীত অন্য দেশ থেকে সৌদি আরবে গমন করতে পারবেন না। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আবশ্যিক নির্দেশনার ১৪ অনুচ্ছেদে এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে।

পত্রে আরও বলা হয়েছে, কিছু কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশি হজগমনেচ্ছুদের নিবন্ধন করে বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে পাঠাচ্ছে। এর ফলে হজ ব্যবস্থাপনায় নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদেশ থেকে সৌদি আরবে যাওয়া এসব হজযাত্রীদের ক্ষেত্রে নুসুক মাসার সিস্টেমে ফ্লাইট তথ্যসহ প্রি-অ্যারাইভাল ডাটা দেওয়া সম্ভব হয় না। এছাড়া তাদের স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নয় এবং হজ পালনে সক্ষম মর্মে ই-হজ সিস্টেম জেনারেটেড ফিটনেস সনদ দেওয়া যায় না। তাদেরকে হজ প্রশিক্ষণ দেওয়াও সম্ভব হচ্ছে না। এতে বিমানের সিট খালি থাকা এবং সার্বিক হজ ব্যবস্থাপনায় নানা সমস্যা তৈরি হচ্ছে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের বাংলাদেশ থেকেই সৌদি আরবে প্রেরণের ব্যবস্থা নিতে হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নিয়ম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট এজেন্সিকেই দায়-দায়িত্ব নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।