প্রধান উপদেষ্টার সফরে সফরের মূল ফোকাস আগামী ২৮ মার্চ সকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বলে জানিয়েছেন প্রেস সচিব সফিকুল আলম। এ ছাড়া চীনা বিনিয়োগকারী, উৎপাদনকারী কোম্পানি, এনার্জি কোম্পানিসহ দেশটির বড় বড় কোম্পানির সঙ্গে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।
চার দিনের সফর আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক রয়েছে তার। এ বিষয়ে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রেস সচিব।
জবাবে প্রেস সচিব বলেন, সফরের মূল ফোকাস হচ্ছে আগামী ২৮ মার্চ সকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এ ছাড়া চীনা বিনিয়োগকারী, উৎপাদনকারী কোম্পানি, এনার্জি কোম্পানিসহ দেশটির বড় বড় কোম্পানির সঙ্গে আলোচনা হবে।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টার অর্থনৈতিক কূটনীতির মূল কাজ হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন, যাতে বাংলাদেশ যেন এ অঞ্চলের একটি বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। সে জন্য যত ধরনের পলিসি, সংস্কার নেওয়া দরকার তা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সংস্কার সরকার করছে। একইসঙ্গে বেসরকারি খাতে যাতে বিদেশি বিনিয়োগে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য ‘ওয়ান স্টপ সার্পোট’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।''”
প্রধান উপদেষ্টার চীন সফর ও ভারতকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারত ও চীন আমাদের বন্ধু। আমাদের সঙ্গে ভারতের খুবই সুসম্পর্ক আছে। তাদের বাণিজ্য বাড়ছে। প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের সঙ্গে আরও ভালো সম্পর্ক করতে চান।”
গ্রামীণ টেলিকম ও স্টারলিংকের চুক্তি নিয়ে জল্পনার প্রশ্নে শফিকুল আলম বলেন, “এটা অনুমান নির্ভর। স্টারলিংক বাংলাদেশে অপারেশন শুরু করেনি। তারা কার কার সঙ্গে চুক্তি করছে সে বিষয়টাও জানি না। বেসরকারি কোন কোম্পানির সঙ্গে কথা বলছে, সেটা স্টারলিংকের বিষয়।”
চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সফরটি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়োজন করা হয়েছে। তাই সেখানে কী কী বিষয়ে আলাপ হবে তা নিয়ে এখনও আলোচনা হচ্ছে।