পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে "জুলাই ঐক্য" জোট। আজ শুক্রবার জোটের পক্ষে সংগঠক রিয়াদুল ইসলাম যুবাহ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার শুভক্ষণে "জুলাই ঐক্য" জোটের পক্ষ থেকে দেশের প্রতিটি নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও মানবিকতার মহান বার্তা নিয়ে আসে। এই দিন আমাদের শেখায়—আত্মত্যাগই হল ঈমানের পরিপূর্ণ প্রকাশ। এই মহিমান্বিত উপলক্ষে আমরা যেন পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই এবং সমাজে সাম্য, মৈত্রী ও ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করি।
জুলাইয়ে যে হাজারো ছাত্রজনতা নিঃস্বার্থভাবে তাদের নিজের জীবন কে কোরবানি করে, তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকে আমাদের এই মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছে সেইসব বীর শহীদ ও শহীদ পরিবার এবং আহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সালামের সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
আমরা ওয়াদা করছি যে, কোরবানির প্রকৃত শিক্ষা বুকে লালন করে একটি স্বাধীন-সার্বোভৌম ও ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদদের সাথে কৃত ওয়াদা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
"জুলাই ঐক্য" সব সময় জাতীয় ঐক্য, মানবিক মূল্যবোধ এবং সমাজের কল্যাণে নিবেদিত। আমরা বিশ্বাস করি, ঈদের এই পবিত্র সময়টি আমাদের সেই পথেই আরও এক ধাপ এগিয়ে নেবে।
আসুন, এই ঈদে আমরা নিজেরা পরিবর্তনের অঙ্গীকার করি এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় একযোগে কাজ করি।
সাথে সাথে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান রইল, পবিত্রতা আমাদের ঈমান। সুতরাং দেশকে পরিষ্কার- পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে কোরবানির সকল ধরনের বর্জ্য আপনারা নিজ এলাকায় সিটি কর্পোরেশন/কতৃপক্ষের অনুরোধকৃত নির্দিষ্ট স্থানে ফেলবেন অথবা নির্দিষ্ট নিয়মে বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন করবেন।
আপনাদের এবং আপনাদের পরিবার-পরিজনের জন্য রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা। ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও তাৎপর্যময়।