অবশেষে দীর্ঘ ৪০ দিন টানা বন্ধ থাকার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের প্রধান ফটক খুলেছে । চালু হয়েছে আংশিক সেবা কার্যক্রম।

সোমবার (২৩ জুন) সকালে নগর ভবনে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

এদিন সকাল ৯টা থেকেই ডিএসসিসির কিছু কর্মকর্তা-কর্মচারী নগর ভবনের ভেতরে প্রবেশ করা শুরু করেন। পরে আংশিকভাবে শুরু হয় নাগরিক সেবা কার্যক্রম। এর ফলে গত ১৪ মে থেকে শুরু হওয়া অচলাবস্থার কিছুটা নিরসন হলো।

এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থক ও সিটি করপোরেশনের কিছু কর্মচারীর আন্দোলনে নামেন। যার ফলে প্রায় দেড় মাস নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল।

দীর্ঘদিন পর নগর ভবন খুলে দেওয়ায় জন্ম ও মৃত্যুনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ কিছু সেবা পেতে নাগরিকেরা নগর ভবনে ভিড় করছেন। কেউ কেউ অভিযোগ করেন, এখনো পুরোদমে সেবা শুরু হয়নি। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ পতিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিলের রায় দেয় ট্রাইব্যুনাল। বিএনপির মেয়র প্রার্থী ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইশরাককে শপথ না পড়ানোয় আন্দোলন শুরু হয়।