জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি-জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ সনদে স্বাক্ষর করেন।

এদিকে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আগামী দুই-এক দিনের মধ্যে দেওয়ার ওপর জোর দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সনদ বাস্তবায়নের জন্য ২/১ দিনের মধ্যে সুপারিশ প্রেরণ করতে হবে। সুপারিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে আদেশ জারি করতে হবে। বড় বিষয়ে প্রদত্ত নোট অব ডিসেন্ট তুলে নিতে হবে। অন্যথায় ভবিষ্যৎ অনিশ্চিত।’