হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্রের ম্যাগাজিন থাকার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রোববার (২৯ জুন) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ভুল।
তিনি লেখেন
"নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্সকৃত বৈধ অস্ত্র রয়েছে। গণ-আন্দোলনের সময় আমার ওপর একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সরকারি প্রোটোকল না থাকলে নিজের ও পরিবারের নিরাপত্তায় এ ধরনের অস্ত্র রাখা অস্বাভাবিক কিছু নয়।"
আসিফ মাহমুদ আরও জানান
তিনি মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ অংশ নিতে রোববার ভোর ৬টা ৫০ মিনিটের ফ্লাইটে রওনা হন। ভোরে প্যাকিংয়ের সময় একটি ম্যাগাজিন ভুলক্রমে ব্যাগে থেকে যায়, যা স্ক্যানিংয়ে ধরা পড়ার পর তা তার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন।
পোস্টে তিনি লিখেছেন
"এটি ছিল সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কী করব? যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্রও সঙ্গে রাখতাম। এখানে অবৈধ কিছু নেই। কিন্তু অনেকেই এটিকে নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করছেন।"
চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন
"আমি এবং টিম টানা ১০ ঘণ্টার ফ্লাইটে ছিলাম। ট্রানজিট শেষে অনলাইনে এসে দেখি এ নিয়ে অনেক আলোচনা হয়েছে।"
তিনি আরও বলেন
"যদি কারও নিরাপত্তা ঝুঁকি থাকে, তাহলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে কেউই অস্ত্রের লাইসেন্স গ্রহণ করতে পারেন।"
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও আসিফ মাহমুদের ব্যাখ্যায় স্পষ্ট যে, এটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ছিল না।