বাংলাদেশ সরকার ১৪৪৭ হিজরি (২০২৫-২০২৬) সালে ওমরাহ কার্যক্রম পরিচালনার জন্য শর্তসাপেক্ষে আরও ৫৬টি এজেন্সিকে অনুমোদন দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং এটি ওমরাহ পরিচালনার জন্য অনুমোদিত এজেন্সির চতুর্থ তালিকা বলে জানানো হয়েছে। এই অনুমোদনের ফলে এই এজেন্সিগুলো পবিত্র ওমরাহ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এজেন্সিগুলোর কার্যক্রম সরকার ও সৌদি আরব সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমরাহ এজেন্সিসমূহ সরকার নির্ধারিত কোটা অনুযায়ী সর্বোচ্চ ১,০০০ (এক হাজার) জন ওমরাহযাত্রী প্রেরণ করতে পারবে। এই সীমার বেশি কোনোভাবেই যাত্রী পাঠানো যাবে না।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু ওমরাহ ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রতিটি অনুমোদিত এজেন্সিকে নির্দিষ্ট শর্তাবলি মেনে চলতে হবে। প্রয়োজনে সরকার এ বিষয়ে অতিরিক্ত দিকনির্দেশনাও দিতে পারবে।

এর আগে তিন দফায় মোট ১২০টির বেশি এজেন্সিকে ওমরাহ কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়। নতুন তালিকার মাধ্যমে এই সংখ্যা আরও বৃদ্ধি পেল।