জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন আজ বৃহস্পতিবার শুনানির জন্য কার্যতালিকায় এসেছিল। মামলাটি ৯ নং তালিকায় ছিল। কিন্তু ৫নং আইটেম পর্যন্ত শুনানি করতেই আদালতের সময় শেষ হয়ে যায়। ফলে মামলাটি সময়ের অভাবে আজও শুনানী হলো না।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবি এড. মতিউর রহমান আকন্দ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল।

আদালতে এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক এর নেতৃত্বে অপেক্ষমান ছিল আইনজীবিগণ।

এর আগে গত ২৩ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদন্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদন্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।