বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে।

পরীক্ষাটি আটটি বিভাগীয় শহরে আগামী ৩০ জানুয়ারি বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হলেও প্রার্থীদের সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বলেছে পিএসসি। সাড়ে ৯টার পর পরীক্ষা কেন্দ্রের সব গেইট বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় থাকবে ২ ঘণ্টা।

এ পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

নির্দেশনাসমূহ:

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। কারন দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ নিজ আসন ও কক্ষ চিহ্নিত করতে কিছুটা সময় লাগতে পারে।

এছাড়াও সাড়ে ৯টার পর পরীক্ষা কেন্দ্রের সব গেইট বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় থাকবে ২ ঘণ্টা।

এ পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

পিএসসি বলছে, নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোন ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের ওপর কোন আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে।

কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বেই কমিশনের অনুমোদন নিতে হবে।