খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ৬ নং ওয়র্ডের সাবেক কাউন্সিলর আমেনা হালিম ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর সাড়ে ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। আমেনা হালিম বেনি দীর্ঘদিন ধরে কিডনীসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বুধবার হঠাৎ অসুস্থ হলে পরিবারের সদস্যরা তাকে খুলনা মেডিকেল করেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তিনি মারা যান। আছরবাদ জানাযা শেষে বয়রাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।