বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নির্বাচনি আচরণ বিধির ভঙ্গ করবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গুলশান দলের চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বিএনপি অভ্যুত্থানের শহিদদের ধারণ করে, তারেক রহমান জুলাই শহিদদের কবর জিয়ারত করবেন।শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা, এতে নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করবে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের বৈতরণী পার করতে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন ব্যাহত করতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে জনগণ তাদের প্রতিহত করবে।’