বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে। সন্ত্রাসী লুটেরা, গণহত্যাকারী, খুনিদের আর এ দেশে ফিরে আসা সম্ভব নয়। জাতি তাদের প্রতিহত করেছে। আজও তারা এ দেশে দাঁড়াতেই পারেনি।
তিনি আজ ১৩ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের অগ্নি সন্ত্রাস, ভাংচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের।
জনাব গোলাম পরওয়ার আরও বলেন, শেখ হাসিনা ভারতে দেশের সব মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাসহ সবাইকে হুমকি দিচ্ছে তাতে আমরা বিস্মিত। যারা অন্যায় অপরাধ করেছে জাতি তাদের আর কখনো গ্রহণ করবে না। তাদের মামলার রায়ের তারিখ ঘোষণা হয়েছে। বিভিন্ন মৌলিক ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জামায়াতসহ ৮টি দল ৫ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আজকে আমরা সারাদেশে মিছিল সমাবেশ করছি। আমরা মাঠে অবস্থান করছি। তারা সারাদেশে বাসে, গাড়িতে, প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে দাঁড়িয়েছি।
গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। তার পরেই জুলাই আদেশের উপর গণভোট দিতে হবে। আমরা আশাকরি প্রধান উপদেষ্টা জামায়াতসহ ৮টি দলকে সাক্ষাতের সময় দিয়ে বর্তমান সংকট নিরসনের পদক্ষেপ গ্রহণ করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে তিনি অভিনন্দন জানান।
জামায়াতের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন, গুলিস্তান, জিরো পয়েন্ট, প্রেস ক্লাব, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট এবং সাইন্স ল্যাব, যাত্রাবাড়ী চৌরাস্তায়, ধানমন্ডি ৩২ নম্বরের সামনের রাস্তায়। ঢাকা মহানগরী উত্তরের মীরপুর ১০ ও ১১, আমিন বাজার, মগবাজার, ভাটারা, রামপুরা, খিলক্ষেত, মহাখালী, মোহাম্মদপুর, উত্তরা, মালীবাগ, বাংলামটরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতের এ সংবাদ সম্মেলনে হাজির হওয়ার জন্য তিনি সাংবাদিকগণকে ধন্যবাদ জানিয়ে জাতীয় স্বার্থে তাদের ভূমিকা পালন করার আহ্বান জানান।