বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে জুলাই চেতনার আলোকে একটি ইনসাফ ও গণতান্ত্রিক বাংলাদেশ। তরুণ প্রজন্ম ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা কেমন বাংলাদেশ চায়। ডাকসুর রায়ের মাধ্যমেই তরুণরা আগামীর বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছে। দেশের মানুষ এখন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দিল্লীর ফ্যাসিবাদী বয়ান এখন আর মানুষ গ্রহণ করে না। দেশের মানুষ আল্লাহ ওয়ালাদের নেতৃত্ব দেখতে চায়। বর্জন নয়, বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানোই গণতন্ত্রের সৌন্দর্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।”
শুক্রবার বাদ মাগরিব এক হোটেলে অনুষ্ঠিত চট্টগ্রামস্থ নোয়াখালী সদর সুবর্ণচর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ ইসহাক খন্দকার। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সেক্রেটারি ও সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের বিকল্প নেই। ইতিহাস সাক্ষ্য দেয়, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের অধিকার সুরক্ষিত হয়, দুর্নীতি ও অনিয়মের স্থান থাকে না। বাংলাদেশে সাধারণ মানুষ ন্যায়, সুশাসন ও শান্তির প্রত্যাশায় পথ চেয়ে আছে। তারা এমন এক সমাজ চায় যেখানে দুর্নীতি, সন্ত্রাস, দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটবে।