DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

নতুন দল করেই ক্ষমতায় আসবে এত সহজ না --মির্জা আব্বাস

নতুন দল গঠন করেই ক্ষমতায় আসবে, এটি এত সহজ না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

স্টাফ রিপোর্টার
Printed Edition
P-1-D
গতকাল মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস -সংগ্রাম

নতুন দল গঠন করেই ক্ষমতায় আসবে, এটি এত সহজ না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন দলকে ধৈর্য ধরে আগানোর পরামর্শ দিয়ে তিনি বলেছেন, এই নির্বাচনই তো শেষ না। এর পরও নিবার্চন হবে। নতুন দল গঠন করেই ক্ষমতায় চলে আসবে বিষয়টা এত সহজ না। বিএনপি এক দিনেই এই জায়গায় আসেনি। প্রতিষ্ঠিত হতে সময় লাগে, সেটা মানতে হবে। বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতার জীবনই চলে গেছে। আমাদের চেয়ারপার্সন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদের নির্যাতনে জীবনের শেষ প্রান্তে। গতকাল মঙ্গলবার দুপুরের পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’-জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চাই। কিন্তু নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচন পিছিয়ে দীর্ঘসূত্রতার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে। এটা হলে দেশের ক্ষতি হবে। ফ্যাসিস্ট দমনে নতুন ফ্যাসিজম তৈরিরও আশঙ্কা করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, একজনের চিন্তা, চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে দেখতে গেলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুর ১২টায় তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে মহাসচিবের সঙ্গে দেখা করেন এবং স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে গত রোববার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালু থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। দুই দিনযাবৎ খারাপ লাগছিল তার। রোববার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।