বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আজ রবিবার ঢাকা মহানগরী দক্ষিণের চারটি সংসদীয় এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আওতাধীন ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ সংসদীয় এলাকায় এসব জনসভা অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল ১১টায় ঢাকা-৪ ও ঢাকা-৫ সংসদীয় এলাকার যৌথ জনসভা অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায়। এরপর দুপুর ২টায় ঢাকা-৬ সংসদীয় এলাকার জনসভা অনুষ্ঠিত হবে গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে। সর্বশেষ বিকেল ৪টায় ঢাকা-৭ সংসদীয় এলাকার জনসভা অনুষ্ঠিত হবে বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে।