বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঁঞা উপজেলা ৪ নং রামনগর ইউনিয়নের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান মেহমানের বক্তব্য ফেনী-৩(দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন,আমরা কখনো দল ধর্মের ভিত্তিতে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করিনি। বরং যেখানে সমস্যা,সংকট সেখানেই সামর্থ্যের সবটুকু দিয়ে সমাধানের চেষ্টা করেছি। কে কোন দল করেন, কোন ধর্মের অনুসারী তা বিবেচনা না করে মানুষ হিসেবে তাদের প্রয়োজন বিবেচনা করেছি। ২০১২ সাল থেকে আমি দাগনভূঁঞা--সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বহুবার গিয়েছে। সবার সুখে দুখে অংশীদার হওয়ার চেষ্টা করেছি। আগামীতেও আমাকে আপনাদের পাশে পাবেন। আমাদের দল জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির সব সময় পাশে ছিল।

ডা: মানিক বলেন,আপনারা সব দলকে দেখেছেন, সব মার্কা দেখেছেন। এই বার জামায়াতে ইসলামী এবং দাড়িপাল্লার পক্ষে সমর্থনের আহবান জানান।

ওয়ার্ড সভাপতি হাফেজ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ মেহমানের বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন আমীর মাস্টার আহসান উল্লাহ, সেক্রেটারি আব্দুল মোতালেব, জামায়াত নেতা আব্দুল জলিল প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।