চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় দুপক্ষের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ এরশাদকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

এদিকে বিভিন্ন জেলায় মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।