রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে বদরগঞ্জে অনুষ্ঠিত হলো এক নজিরবিহীন মোটরসাইকেল শোভাযাত্রা। হাজারো মোটরসাইকেলের অংশগ্রহণে বদরগঞ্জ জুড়ে সৃষ্টি হয় নির্বাচনী উৎসবের আমেজ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২২ নভেম্বর ২০২৫ সকাল ৯টায় বদরগঞ্জ শাহাপুর মাঠ থেকে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার শুরুতে জনাব এটিএম আজহারুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করেন।

শাহাপুর মাঠে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার মোটরসাইকেলের সমাবেশে এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। মোটরসাইকেলগুলোতে বিভিন্ন ফেস্টুন, ব্যানার, স্টিকার ও জাতীয় পতাকার সমন্বয়ে সাজসজ্জা শোভাযাত্রাকে আরও বর্ণিল করে তোলে।

শোভাযাত্রাটি বদরগঞ্জের শাহাপুর মাঠ থেকে শ্যামপুর, নাগেরহাট, লোহানিপাড়া ইউনিয়ন, কালুপাড়া, বিষ্ণুপুর ইউনিয়ন এবং রামনাথপুরের টেক্সেরহাট বাজার অতিক্রম করে। পুরো পথজুড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ জনাব এটিএম আজহারুল ইসলামকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। শিশু–কিশোর থেকে বয়স্ক পর্যন্ত সবার মাঝে উচ্ছ্বাস ও সমর্থনের ঢেউ লক্ষ্য করা যায়, যা শোভাযাত্রায় বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে শোভাযাত্রাটি বদরগঞ্জে এসে শেষ হয়।

শেষে নিজের বাসভবনে নেতা-কর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে জনাব এটিএম আজহারুল ইসলাম বলেন,

“আপনারা অনেক কষ্ট করেছেন। আমাদের প্রত্যাশার চেয়েও বেশি মানুষের উপস্থিতি হয়েছে। ইনশাআল্লাহ, এই ভালোবাসা ও সমর্থনই আমাদের বিজয়ের বার্তা দিচ্ছে।”

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ আরও গতিশীল হয়ে উঠেছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা ।