সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার ৩ নং ওয়ার্ডে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ ৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী ড. ইকবাল হোসাইন এর পক্ষে উক্ত থানা শাখার নেতাকর্মী ও সমর্থকেরা গণসংযোগ করেন। ২৮ সে সেপ্টেম্বর বাদ মাগরীব নেতাকর্মী নিয়ে জনগণের সাথে সাক্ষাৎ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। বটতলা জামে মসজিদ থেকে পারা মহল্লার বিভিন্ন এলাকা হয়ে সড়ক ও অলি গলিতে ভোটারদের সাথে সাক্ষাৎ করেন সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমির মাওলানা মোস্তফা কামাল।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত আলোচানায় মাওলানা মোস্তফা কামাল বলেন ‘সকল বৈষম্য দূর করতে আল্লাহর দীন বিজয়ী করতে হবে’। তিনি আরো বলেন, আপনারা জানেন যে দেশব্যাপী ৫ দফার দাবীতে আন্দোলন হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের ও দেশবাসির সহযোগিতায় ৫ দফা বাস্তবায়ন করবো। এই ৫ দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন হলো জুলাই সনদ আর পি আর পদ্ধতিতে নির্বাচন। জুলাই বিল্পকে সফল করতে হলে এবং সাধারন মানুষের অধিকার বাস্তবায়নে পি আর পদ্ধতির নির্বাচন অপরীহার্য। তাই পি আর পদ্ধতিতেই নির্বাচনের আয়োজন করতে বর্তমান সরকারকে আহ্বান জানাই। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেই আল্লাহই জানেন মানুষের শান্তি কোন পথে। আর কোরআনের পথই হলো শান্তির পথ, তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআনের বিধান দিয়ে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে কুরআনের পক্ষের প্রতিনিধি কে বিজয়ী করতে এক সাথে কাজ করি।