শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকেরের নেতৃত্বে ২৬ নভেম্বর বুধবার রাতে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের পূর্ব পাড়ায় হাফিজার কাজীর বাড়ির প্রশস্ত উঠোনে সৌহার্দ্যপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ও মাগুরা-০২ আসনের নির্বাচনী পরিচালক অধ্যক্ষ মাওলানা মহবুবুর রহমান, জামায়াতে ইসলামী মহম্মদপুরের সাবেক উপজেলা আমীর মাওলানা কবির হুসাইন, এবং মহম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাস্টার নজরুল ইসলাম।
গাইবান্ধা : শহরের ১নং ওয়ার্ড ডেভিড কোম্পানি পাড়ায় গণসংযোগ করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ওসংসদ সদস্য প্রার্থী জামায়াতের জেলা আমীর জননেতা আব্দুল করিম। এসময় স্থানীয় জামায়াত নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নের ভোটার সমাবেশ অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাবেক রংপুর মহানগর সভাপতি ইসলামী ছাত্রশিবির ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দরগঞ্জ এবং নায়েবে আমীর, গাইবান্ধা জেলা শাখা জামায়াতে ইসলামী। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি প্রার্থী জননেতা অধ্যাপক মাজেদুর রহমান। অনুষ্ঠানে উপজেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন শাখা আয়োজিত বলিয়ার বেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও জেলা সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের অনন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজার হাট (কুড়িগ্রাম) : ত্রয়োদশীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এম পি প্রার্থী কুড়িগ্রাম জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ও রাজার হাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী, মাওলানা খলিলুর রহমান, আব্দুস সালাম, ও রুবেল মিয়া। অপর দিকে বি এন পি সমর্থিত প্রার্থ আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ রাজার হাট সদর ইউনিয়ন,ও রাজার হাট বাজারে ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ভোট প্রার্থনা ও বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
মান্দার (নওগাঁ) : নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৯ নওগাঁ-৪ মান্দার এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে ৩০০টি প্রতিষ্ঠান ও ক্লাবে ফুটবল বিতরণ করেন।
প্রসাদপুর আলহেরা প্রি-ক্যাডেট ইসলামী একাডেমি মাঠে এ ফুটবল বিতরণ করা হয়।
মান্দা উপজেলা জামায়াতের আমীর ডাঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সংগ্রামী আমীর এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগা-৪ মান্দা আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী কন্দকার আব্দুর রাকিব।
বড়লেখা (মৌলভীবাজার) : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, আমাদের বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। স্বাধীনতার ৫৪ বছরে যদি আমরা সৎ, খোদাভীরু ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব পেতাম, তবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এতটা পিছিয়ে থাকত না। অতীতে আমরা দেখেছি- যেদল ক্ষমতায় এসেছে, বিদায় নেওয়ার পর তাদের দুর্নীতির চিত্র সামনে আসতেই আরেকটি নির্বাচন এসে পড়ে।
তিনি বুধবার রাতে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চৌহালী (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের চৌহালীতে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের ভোট কেন্দ্রের বুথ ভিত্তিক ‘পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ নভেম্বর দিনব্যাপী স্থানীয় একটি অডিটরিয়ামে চৌহালী উপজেলার বুথ ভিত্তিক প্রায় ২৫টি ভোট কেন্দ্রের বিভিন্ন দু’শতাধিক নারী ও পুরুষ এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সিরাজগঞ্জ-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল।
চৌহালী উপজেলা আমীর মাওঃ আবু ছাঈদ মোঃ ছালেহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম, চৌহালী উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল বাশার মিয়া, বেলকুচি উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মাওঃ আক্কাস আলী, সিরাজগঞ্জ-৫ আসন কমিটির ডিজিটাল ক্যাম্পিইন পরিচালক ডাঃ রুহুল আমীন, জামায়াত নেতা আব্দুল হালিম আনছারী, রবিউল ইসলাম ও ছাত্রনেতা তুষার প্রমুখ।
ফেনী : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু গতকাল আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী এলাকায় ফেনী ৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছেন। আনুষ্ঠানিকভাবে এর আগে জামায়াত এবং ইসলামি আন্দোলন প্রার্থীর ব্যাপক প্রচারণা থাকলেও মিন্টুর প্রচারণা ছিল না। তিনি বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার সিলোনিয়া বাজার, বিকালে বেকের বাজার জনসংযোগ করেন। এরপর বিকেল ৪টায় দাগনভূঞা বাজারে গণসংবর্ধনার পর প্রচারণার কথা ছিল কিন্তু দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বিরোধী পক্ষের বাধার মুখে আবদুল আউয়াল মিন্টুর গণসংবর্ধনা হয়নি এবং দাগনভূঞা বাজারে প্রচারণাও করতে পারেনি মিন্টু ও তার অনুসারীরা। এক প্রর্যায়ে দাগনভূঞা বাজারে বালুর ট্রাক দিয়ে ব্যারিকেট দিয়ে রাস্তা আটকে রাখে ফটিক ও বাহাদুর গ্রুপের অনুসারীরা।
নেছারাবাদ (পিরোজপুর) : পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন নেছারাবাদ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উপজেলার ফেরিঘাট রোডে ধানের শীষের নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। জোহর নামাজ বাদ প্রার্থী মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তার আহ্বŸানে সাড়া দিয়ে সাংবাদিকদের উপস্থিত হওয়ায় অভিনন্দন জানান। এ সময় বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো আলমগীর হোসেন, স্বরুপকাঠী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী কামাল, সাধারণ সম্পাদক মোঃ মইনুল হাসান, প্রমুখ উপস্থিত ছিলেন।