বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চল দায়িত্বশীল বৈঠকে-কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মোহাম্মদ গোলাম রব্বানী বলেছেন, দেশের শ্রমজীবি মানুষের অধিকার নিশ্চিত এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন দিতে হবে।

তিনি গতকাল গত ৮ই সেপ্টেম্বর সোমবার রংপুর নগরীর শ্রমিক কল্যান ফেডারেশন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চল দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশেম বাদল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সহকারী অঞ্চল পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি এডভোকেট কাওছার আলী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

অঞ্চল দায়িত্বশীল বৈঠকে মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, দেশের শ্রমজীবি মানুষের অধিকার নিশ্চিত করা এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন দিতে হবে। এর মাধ্যমে মানুষ তাদের মর্যাদা এবং অধিকার ফিরে পাবে। এজন্য আগামী নির্বাচনে ইসলামের পক্ষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিক কল্যান ফেডারেশন ইসলামী আইন এবং শ্রমনীতি বাস্তবায়নে শ্রমজীবি মানুষের কল্যানে কাজ করছে। তাই বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের এ লক্ষ্যে ইসলামী শ্রম আইন বাস্তবায়নে আন্দালন করছে। এ অধিকার নিশ্চিত করতে এবং শ্রমিকদের হক আদায় ও বৈষম্য দূর করতেই আমদের নিরলস কাজ করতে হবে। তিনি বলেন, সমাজতন্ত্র জাতীয়তাবাদ কেউ শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আল্লাহর সন্তুষ্টি অর্র্জনের মাধ্যমে আমাদের প্রত্যেককে উন্নত নৈতিক চরিত্র গড়ে তুলে এ অধিকার নিশ্চিত করতে হবে। সেই সাথে সমাজে দখলবাজ ও চাঁদাবাজি বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।