রংপুর অফিস, তারাগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, একটি শিক্ষিত ও উন্নত নৈতিক গুনাবলী সম্পন্ন সমাজ গঠনে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুরের তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ওয়ারেছিয়া সিনিয়র মাদরাসা মিলনায়তনে শিক্ষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আদর্শ শিক্ষক ফেডারেশন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জিকরুল ইসলাম জাহেরীর সভাপতিত্বে সমাবেশে জামায়াতে ইসলামীর রংপুর জেলা কর্ম পরিষদ ও শূরা সদস্য মাওলানা আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, শিক্ষকরা সমাজ পরিবর্তনের অগ্রদূত। উন্নত মূল্যবোধ সম্পন্ন সমাজ বির্নিমাণে তাই শিক্ষক সমাজকে সকল ভেদাভেদ ভুলে এগিয়ে আসতে হবে। শিক্ষকরা সুশিক্ষিত সমাজ গড়তে পারলে জাতি উপকৃত হবে। এর মাধ্যমে বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।
সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের উন্নত জাতি গঠনে গবেষণাধর্মী শিক্ষা সম্প্রসারণে কাজ করতে হবে। শিক্ষকরাই পারে কেবল এই অগ্রগতির কাজটি ত্বরান্বিত করতে। তিনি বলেন, আমাদের দেশপ্রেম এবং উন্নত চরিত্রদিয়ে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। একাজ সফল করতে সমাজে সৎ মানুষ গড়ে তুলতে হবে। শিক্ষকরাই কেবল পারে এ কাজটি সুন্দর ভাবে সম্পন্ন করতে। তিনি আশ্বাস প্রদান করে বলেন, আগামীতে জনগণ যদি জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, এবং আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কারিগরী শিক্ষার ব্যাবস্থাসহ এলাকার স্কুল-কলেজ, মাদরাসার কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত পথে সততার সাথে জনগণের আমানত সঠিক ভাবে সংরক্ষণ ও ব্যবহার করবো। তিনি আগামী নির্বাচনে দেশ এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠারে লক্ষ্যে ইসলামী শক্তির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোটদিয়ে র্নিবাচিত করুন। আমরা সরকারি বরাদ্দের আমানত জনগণের কল্যাণের কাজে ব্যবহার করবো ইনশাআল্লাহ। সমাবেশে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ এবং মাদরাসার প্রধান ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।