DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

পেকুয়া জামায়াতের সেক্রেটারি ডা. নুরুল কবিরের উপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার সেক্রেটারি ডাঃ মোহাম্মদ নুরুল কবিরের উপর ‘১লা মার্চ ২৫’ সন্ত্রাসী হামলার প্রতিবাদে টইটং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইউনিয়ন আমীর মাওলানা

উপজেলা সংবাদদাতা
Printed Edition
Untitled-2

বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার সেক্রেটারি ডাঃ মোহাম্মদ নুরুল কবিরের উপর ‘১লা মার্চ ২৫’ সন্ত্রাসী হামলার প্রতিবাদে টইটং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইউনিয়ন আমীর মাওলানা আনসার উল্লাহ'র সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে। সেক্রেটারি মাওলানা জিয়াউল হক শফিকী'র সঞ্চালানায় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলার সেক্রেটারি মাওলানা হাসান শরীফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে বারবাকিয়া ইউনিয়নের আমীর মাওলানা মন্জুরুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পেকুয়া উপজেলার সভাপতি শাহাদাত মোস্তফা, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দু রহিম, বায়তুলমাল সম্পাদক মাহমুদুল হক, টইটং ২নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান ও ইউনিয়ন শিবির সভাপতি সাকিব হাসান। প্রধান অতিথি মাওলানা হাসান শরীফ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার সেক্রেটারি ডাঃ নুরুল কবিরের উপর হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার!!! যে বা যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এই হামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পূর্ব পরিকল্পিত। সুতরাং, প্রসাশনকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।