বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করতে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন অপরিহার্য।
তিনি বলেন, পি আর পদ্ধতি ( Propotional Representation) সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। একটি দলের পক্ষ থেকে পিআর সম্পর্কে সাধারণ মানুষকে ভুল ধারনা দেওয়া হচ্ছে। যারা পিআর বুঝেও না বুঝার ভান করছে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
ড. হামিদুর রহমান আযাদ আরো বলেন, এক সময় তারা কেয়ারটেকার বুঝতোনা, ফলে ৯১ তে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ৯৬ তে সংবিধান থেকে কেয়ারটেকার (তত্বাবধায়ক সরকার) বাদ দিয়েছিল। দেশের জনগণের গনআন্দোলনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল।
তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শত কোটি টাকার নমিনেশন বাণিজ্য বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি, কেন্দ্র দখল, ব্যালট বাক্স চিন্তাই বন্ধ হবে তাই তারা জেনেও না জানার ভান করছেন।
হামিদুর রহমান আযাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্প্রিরিট কি ছিল তা বুঝার চেষ্টা করুন অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার আদায় করতে প্রয়োজনে আরো একটা গণঅভ্যুত্থান অপেক্ষা করছে।
বুধবার (১ অক্টোবর) মহেশখালী উপজেলার কুতুব জোম ইউনিয়নের তৃনমুল দায়িত্বশীলদের সাথে মতবিনিময় কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি শামশুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, মহেশখালী উপজেলা জামায়াতের দক্ষিণের আমীর মাষ্টার শামিম ইকবাল, সেক্রেটারী মৌলানা আব্দুর রহিম, কুতুবজোম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসেন।
এদিকে বিকেলে ড. আযাদ মহেশখালী পৌরসভা, বড় মহেশখালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মিল বন্ধনে মহেশখালী - কুতুবদিয়ার মানুষের মাঝে যে ধর্মীয় সম্প্রীতি বিদ্যমান তা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম অটুট থাকবে। এই সম্প্রীতি বিনষ্টের জন্য একটা দল অপকৌশলে অপপ্রচার চালাচ্ছে তাই সকল কে সজাগ থাকার আহবান জানান। মহেশখালী পৌরসভা ও বড় মহেশখালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের হিন্দু বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টি বাবু পরিমল শীল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।