গাইবান্ধা থেকে জোবায়ের আলী: গাইবান্ধা পৌরসভায় আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সভায় মেয়র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ ফয়সাল কবির রানার নাম ঘোষণা করা হয়।

জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ফয়সাল কবির রানার নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম সরকার। পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা গাইবান্ধা আদর্শ শিক্ষালয় মাধ্যমিক বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক। তিনি গাইবান্ধা পৌরসভার ১ নং ওয়ার্ডের ডেভিড কোং পাড়ার বাসিন্দা। পিতা: বিশিষ্ট্য ব্যবসায়ী মো. হুমায়ুন কবির খোকা, পাঠ্যপুস্তক ও বিক্রেতা সমিতির কোষাধ্যক্ষ ও কিশোর লাইব্রেরির সাবেক স্বত্বাধিকারী। ফয়সাল কবির রানা রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আজীবন সদস্য হিসাবে যুক্ত আছেন। গাইবান্ধার যুব সমাজের আত্মকর্মসংস্থানের নিমিত্তে গঠিত আমার বাংলা ফাউন্ডেশনের (ঋঅই) এর চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন। সাবেক ছাত্রনেতা ফয়সাল কবির রানা দীর্ঘদিন থেকে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি একজন ক্লিন ইমেজের ব্যক্তি হিসাবে সকলের কাছে সুপরিচিত।