জামায়াত

মাগুরা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে জেলা অমুসলিম দ্বায়িত্বশীল সমাবেশ সম্প্রতি শহরের দরিমাগুরাস্থ আল আমিন কম্পেলেক্সে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য ও মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের।

জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম বিভাগের সভাপতি ডা.পরেশ কান্তি সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম বিভাগের সেক্রেটারি শ্রী উত্তম কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।

কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ ঈদগাহ মাঠে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর মাওলানা মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর : মতলব উত্তরের সাদুল্যাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জামায়াতের পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। পাঠান বাজার ও বেলতলী বাজারে পথসভা করেছেন চাঁদপুর-২ সংসদীয় আসনে জামায়াতের সম্ভাব্য মনোনীত এমপি পদ প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন।

বিএনপি

নরসিংদী : বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন এমনকি রাজনৈতিক দল গড়ে তুলছেন তাদের শহীদদের পরিবারের আরো বেশি খোঁজখবর নেয়া উচিত। যারা এতো এতো কাজের ফিরিস্তি তুলে ধরছেন! যাদের রক্তের উপর এই অস্তর্বর্তী, সরকার শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? যাদের রক্তের উপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের সকলের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। সম্প্রতি উপজেলার মেহেরপারা ইউনিয়নের চৌয়া এলাকার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

উলিপুর (কুড়িগ্রাম) : সদ্য ঘোষিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

এ নিয়ে প্রতিদিন আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক আটকিয়ে গণঅধিকার পরিষদের গণসমাবেশের আয়োজন। যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন ও যাত্রি সাধারণ। ২৩ মে উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কটি বন্ধ করে সমাবেশের আয়োজন কার্যক্রম শুরু করা হয়। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা গোলচত্বরে গণসমাবেশের আয়োজন করা হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল ইসলাম নুর। প্রধান বক্তা হিসেবে থাকবেন কোন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।