খুলনা ব্যুরো ও ডুমুরিয়া উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি নিয়ে যে সব রাজনৈতিক দল কঠোর অবস্থানে রয়েছেন তাদের একটু নমনীয় হয়ে বা ছাড় দিয়ে ঐকমত্যে আসতে হবে। জাতীয় সংসদে যে বিষয়ে আলোচনা করা যায়, সে বিষয় নিয়ে নির্বাচনের আগেই আলোচনা করা সম্ভব। এ জন্য নির্বাচনের পূর্বে যে সব রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে ভিন্নমত পোষণ করছেন তাদেরকে আলোচনা ও গোলটেবিল বৈঠকের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিআর পদ্ধতির মাধ্যমে ঐকমত্য হয়ে নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আলোচনার মধ্য দিয়ে বহু অমীমাংসিত বিষয়ে জাতীয় নেতৃবৃন্দ ঐকমত্য হওয়ার অনেক নজির রয়েছে। বর্তমানে জাতীয় নির্বাচনের পদ্ধতির বিষয় নিয়ে জনআকাঙ্খা এবং জনদাবিতে পরিণত হওয়া পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হলে একদিকে যেমন মনোনয়ন বাণিজ্য থাকবে না, অপরদিকে ভোট কেন্দ্র দখল ও পেশিশক্তির ব্যবহার কমে যাবে। জুলাই সনদ বাস্তবায়নকারী কমিশন ঐকমত্যে পৌঁছানোর জন্য রাজনৈতিক বিষয়গুলিসহ অন্য বিষয়গুলোর কিছু ছাড়ের মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসস্ট্যান্ড ও বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

সকাল ১১টায় চুকনগর বাজার জামায়াতে ইসলামীর অফিস চত্বর থেকে শুরু হয়ে মিছিল সহকারে চুকনগর ব্রীজ রোড, যতিন কাশেম রোড, পোস্ট অফিস রোড, ইউনিয়ন পরিষদ রোড, খুলনা-যশোর-সাতক্ষীরা রোড প্রদক্ষিণ করে সেক্রেটারি জেনরেল মিয়া গোলাম পরওয়ার স্থানীয় ব্যবসায়ী, ভ্যানচালক, পথচারী, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণির মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে চুকনগর বাসস্ট্যান্ডে পথ সভায় বক্তব্য রাখেন। আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিয়ার রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারি হাফেজ মঈন উদ্দিনের পরিচালনায় চুকনগর বাসস্ট্রান্ডের পথসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ, ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদ, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ডুমুরিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু তাহের, পশ্চিম শাখা সভাপতি শামিদুল হাসান লিমন, সেক্রেটারি হুসাইন আদনান, শেখ মোসলেম উদ্দীন, আবুল হোসেন, মাওলানা আব্দুল হালিম, চুকনগর বণিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম, মেহেদী হাসান সাগর, আবদুল হালিম, উপজেল যুবনেতা হাফেজ রবিউল ইসলাম, আবুল বাসার, মাওলানা মোতালেব হুসাইন, মাওলানা রুহুল আমীন, চুকনগর বাজার বনিক সমিতির সদস্য আব্দুল হালিম, রবিউল ইসলাম বুলু, শেখ আল আমীন, মাওলানা বাহারুল ইসলাম, মাওলানা আবদুল জলিল, আল-আমীন সোহাগ, মাওলানা বেলাল, খায়রুল ইসলাম, মাওলানা রাশিদুল ইসলাম, রাজিকুল শেখ, আবদুল গফুর বিশ্বাস, আবদুল হান্নান বিশ্বাস, এরশাদ আলী বিশ্বাস, আবদুল কাদের, সাহস ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুল হান্নান, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাহমুদ হাসান তানবীর, সেক্রেটারি ইমরান হুসাইন, ছাত্রশিবির নেতা ইমরান হুসাইন, শ্রমিক নেতা জাহাঙ্গীর হুসাইন প্রমুখ। সকাল ১১ থেকে শুরু করে যোহর নামাজের পূর্ব পর্যন্ত তিনি চুকনগর বাসস্ট্যান্ড ও বাজারে ব্যবসায়ী ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সালাম, শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না তারাই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়। কারণ তারা তাদের সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে ‘না’ প্রস্তাবে সিল মারার চক্রান্ত করছে। তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলে তারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখল আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।

গোলাম পরওয়ার বলেন, জনগণ পিআর পদ্ধতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এই পদ্ধতি সম্পর্কে ভিন্নমত পোষণ করার অধিকার আছে। কিন্তু এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারও নেই। ১৭ অক্টোবর জুলাই সনদ সইয়ের আগে পিআরের বিষয়টি সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান পরওয়ার।

জাতীয় ঐক্যের স্বার্থে জামায়াত সংস্কারে ছাড় দিয়েছে দাবি করে গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বপ্ন পূরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারার শামিল হবে। জনগণকে আবারো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে ঠেলে না দিয়ে ৫ দফা দাবি মেনে নিতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে সকাল ৭টায় নরনিয়া মাদরাসায় খর্নিয়া, আটলিয়া, মাগুরাঘোনা ও শোভনা ইউনিয়নের ভোট কেন্দ্র সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন। উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ফরহাদ আল মাহমুদ পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় যশোর-৪ আসনের (মনিরামপুর) জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে নরনিয়া ইউনিট সভাপতি আব্দুর রাজ্জাক এর কবর জিয়ারত করেন। পরে তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তার পরিবারকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।

বিকেলে খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে খর্ণিয়া, আটলিয়া, মাগুরাঘোনা ও শোভনা ইউনিয়নের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদের পরিচালনায় সভায় জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সন্ধ্যায় খানজাহান আলীয় থানার শিরোমনি দক্ষিণপাড়ার কালভার্ট মোড়ে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম।