বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, “আমাদের দায়িত্ব আপ্রাণ চেষ্টা করা। আর বিজয় দান করবেন একমাত্র আল্লাহ। দ্বীনের বিজয়ের লক্ষ্যে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, বাধা-বিপত্তি উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালাতে হবে।”
তিনি আরও বলেন, “প্রত্যেক মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত দ্বীন প্রতিষ্ঠা। আল্লাহর প্রেরিত নবী-রাসূলগণকে যেভাবে দ্বীনের বিজয়ের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, তেমনি আমাদেরও সেই দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয়ী হতে হবে।”
তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উপজেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ফিরোজ আলম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমদ খান এবং উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ:
অধ্যাপক বশির উদ্দিন, এইচ. এম. জাফর উল্লাহ, মোস্তাকুর রহমান, মাওলানা নুরুল হক, মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মেহেদী হাসান শাওন।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রেটারিসহ সকল রুকনগণ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দ্বীনি দাওয়াতি ও সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।