বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ খান বলেছেন, আমরা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে এদেশে স্বৈরাচারী শাসনকে চীরতরে উৎখাত করতে চাই। ভবিষ্যতেও এদেশে আর কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে শ্রমিকরাই সে চেষ্টা রুখে দেবে। একটি গোষ্ঠী মাঝে মাঝেই আওয়াজ তুলতে চান, ওইযে শেখ হাসিনা চলে এলো বলে। পৃথিবীর নানা দেশে উৎখাত হওয়া স্বৈরাচাররা আর কোনদিন ফিরে আসতে পারেনি। এদেশেও খুনী স্বৈরাচারী শেখ হাসিনা আর কোনদিন ফিরে আসবে না। এদেশের মানুষ মুজিবের আদর্শ দেখেছে, জিয়া-এরশাদের আদর্শ দেখেছে। এবার তারা কোরআনের আদর্শকে দেখবে ইনশাল্লাহ। আমরা এদেশে আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে সবার জন্য ইনসাফ কায়েম করতে চাই। দেশে কোরআনের বিধান চালু হলে, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে গরিব-ধনী, শ্রমিক-মালিকের মাঝে কোন ব্যবধান থাকবে না।
তিনি নাটোরের বড়াইগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। বুধবার উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা হাসেম আলী মীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মো. হারুনুর রশিদ খান। উপজেলা সেক্রেটারী মো. বাবর আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ফেডারেশনের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সবুর, জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জামায়াতের উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক ও সহকারী সেক্রেটারি হাসানুল বান্না উজ্জ্বল।