বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোঃ খায়রুল হাসান বলেছেন, “জুলাই গণহত্যাসহ সকল রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিচার, প্রয়োজনীয় সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ ঘোষণার মাধ্যমে শহীদ ও আহত পরিবার পুনর্বাসন, নির্বাচনে পিআর (Proportional Representation) পদ্ধতির প্রবর্তন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং সমঅধিকারের ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাই জাতীয় সমাবেশের মূল লক্ষ্য। এই দাবি এখন আর একটি দলের একার দাবি নয়, এটি ১৬ কোটি মানুষের গণদাবি হয়ে উঠেছে।”

শনিবার (১২ জুলাই) সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শহরে অনুষ্ঠিত একটি বর্ণাঢ্য মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “৭ দফা দাবি শুধুমাত্র জামায়াতের রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বর্তমানে জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথনির্দেশ। আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহনের আহ্বান।”

তিনি আরো বলেন, “এই দাবিগুলো শহর-বন্দর, গ্রাম-গঞ্জ, হাট-বাজার, অফিস-আদালত, কৃষক-শ্রমিক, ছাত্র-শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তবেই জনগণের শক্তিতে একটি কার্যকর নির্বাচনের পরিবেশ সৃষ্টি সম্ভব।”

তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সময়ের দাবি।”

মিছিলটি কালীগঞ্জ শহরের পুরাতন সোনালী ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মাস্টার মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ আফতাব উদ্দিন, নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামাল, উপজেলা সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার আমীর মাওলানা আমিমুল এহসান প্রমুখ।

একই দাবিতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালি এবং মোক্তারপুর ইউনিয়নের নোয়াড়া চৌরাস্তা এলাকাতেও পৃথক মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।