রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, জামায়াতে ইসলামী ও বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যাপারে তারা রগকাটা ও রাজাকার ট্যাগ লাগিয়ে দেশের মানুষকে বিভিন্নভাবে নানাভাবে সময় বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। গতকাল শুক্রবার দুপুরে তারাব পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, একটা প্রবাদ আছে যা রটে তা কিছু না কিছু হয় বটে। এই মিথ্যার কবিতা তারা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে করতে কিছু সংখ্যক মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে নিশ্চয়ই মনে হয় হুজুররা এসব কাজের সাথে জড়িত। হুজুররা যে এসব কাদের সাথে জড়িত না তিনি যদি মানুষের কাছে যান, মানুষের সাথে মিশেন, মানুষের সাথে কথা বলেন, তখন তারা বুঝবে যে আমরা যেই জামাতের কথা শুনেছি। সেই জামাত আর এই জামাত এক নয়। সুতরাং আমাদেরকে এই জামাত ছাড়া আগামী দিনে কাউকে যেতে দিলে চলবে না। তারা এটা বুঝতে সক্ষম হবেন। কিন্তু আপনি ঘরের মধ্যে বইসা বইসা দোয়া করবেন আল্লাহ জামাতকে পাস করায়ে দিও। আমাদের শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য জামায়তকে তুমি বিজয়ী করে দাও। শুধু দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। দোয়াও করতে হবে এবং কাজও করতে হবে। রূপগঞ্জ দক্ষিণ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হানিফ ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, সোনারগাঁও আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

নারায়ণগঞ্জ -১ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।