বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে হলে মানবিক মানুষের প্রয়োজন। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিক, আদর্শিক ও মানবিক মানুষ তৈরির কাজ করছে। সেজন্যই কেবলমাত্র জামায়াতে ইসলামীতে সৎ, যোগ্য, দক্ষ, নৈতিক ও আদর্শিক মানবিক নেতৃত্ব।
সোমবার (২৩ জুন) সকালে সামাজিক সংগঠন ‘আস্থা’- এর উদ্যোগে রাজধানীর মাতুয়াইলের ফার্মের মোড় থেকে কদমতলা খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকেও খালটি খনন করেনি। অব্যবস্থাপনা আর জবাবদিহিতা না থাকায় এখানকার কোন জনপ্রতিনিধি জনগণের কল্যাণে এই খালটি খনন করেনি। খালটি ময়লা-আবর্জনায় অস্তিত্ব হারাতে বসেছে। অবশেষে সামাজিক সংগঠন আস্থা উদ্যোগ গ্রহণ করে খালটি খনন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমে তিনিও যুক্ত থাকতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, যেকোন সামাজিক কার্যক্রমে তিনি সর্বদায় যুব সমাজের সঙ্গে ছিলেন এবং থাকবেন।
সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে তিনি আমৃত্যু মানবিক সেবা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকা আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটেরাদের হাতে তুলে দেওয়া যাবে না। তারা পালাক্রমে এই অঞ্চলের মানুষকে চুষে খেয়েছে, ভোগান্তিতে ফেলেছে। নতুন বাংলাদেশ গড়তে হলে, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের ভোটের মাধ্যমে বয়কট করে সৎ, যোগ্য, দক্ষ, আল্লাহভীরু, আদর্শিক নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদ মুক্ত করতে ঢাকা-৫ সংসদীয় এলাকার জনগণ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে। এই অঞ্চলের মানুষের প্রত্যাশিত বৈষম্যহীন ঢাকা গড়তে তিনি এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করে বলেন, ডেমরা-যাত্রাবাড়ী-কদমতলী হবে সুখি-সমৃদ্ধ বৈষম্যহীন এলাকা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর শাহাজাহান খান, ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলিম, স্থানীয় ওয়ার্ড সভাপতি রাশেদুল আলম, ওমর ফারুক, মো. মুআজ, ওয়ার্ড সেক্রেটারি সাবিত খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।