গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইল জেলার গোপালপুর উপজেলার সব ভোটকেন্দ্র প্রধানদের নিয়ে জামায়াতে ইসলামীর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে ভোটকেন্দ্র প্রধানদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন টাংগাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড.আতাউর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ, আলমনগর ইউনিয়ন সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের দায়িত্বশীলরা। কর্মশালায় বক্তরা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোটকেন্দ্রভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তারা আরো বলেন, জনগণ এবার জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। দেশের জনগণ মনে করে, একমাত্র জামায়াতই পারে সুখী, সমৃদ্ধ, ন্যায়, ইনসাফ ও কল্যাণমূলক আদর্শ রাষ্ট্র গঠন করতে। কারণ দেশের জনগণ একমাত্র জামায়াতে ইসলামীকেই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে রক্ষার অতন্ত্র প্রহরী মনে করে। সুতরাং ইসলামী রাষ্ট্র কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।