বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর সংস্কার না করে দ্রুত নির্বাচনের দাবিতে যারা এতদিন সরকারকে চাপ সৃষ্টি করেছে তাদের মুখে নির্বাচন পেছানোর সুর শুনা যাচ্ছে। জনগণ তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না। তিনি বলেন দেশে নৈরাজ্য বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ক্ষমতায় আনতে হবে।

গতকাল রোববার কক্সবাজারের বড় মহেশখালী ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান নৈরাজ্য, সামাজিক অবক্ষয়, দুর্নীতি ও নিরাপত্তাহীনতা থেকে জনগণকে মুক্ত করতে হলে একটি নৈতিক, বিচক্ষণ ও মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি।

ড. হামিদ আযাদ বলেন, নৈতিকতাহীন নেতৃত্ব জাতিকে কখনো শান্তি ও অগ্রগতি দিতে পারে না। সাম্প্রতিক সময়ের সহিংসতা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশ গভীর সংকটে নিমজ্জিত হয়েছে। জনগণ আজ নিরাপত্তাহীনতা, বৈষম্য ও অব্যবস্থাপনার শিকার। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন মূল্যবোধ সম্পন্ন, কল্যাণকামী ও জবাবদিহিমূলক নেতৃত্ব।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বই পারে এই জাতিকে নৈতিকতার পথে ফিরিয়ে আনতে, দুর্নীতি-দুঃশাসন বন্ধ করতে এবং দেশে স্থায়ী শান্তি ও সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে।

ড.হামিদ আযাদ সকল দেশপ্রেমিক নাগরিক, ইসলামপ্রিয় জনগোষ্ঠী এবং ন্যায়-শান্তিপ্রত্যাশী মানুষকে শক্তভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এখন জাতির সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এসময় ড. হামিদ আযাদ ন্যায় ও ইনসাফের স্বার্থে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে ইউনিয়ন সেক্রেটারি মকসুদ আলমের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি জালাল উদ্দীন এর সাভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও আসন পরিচালক অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন, মহেশখালী দক্ষিণের আমীর মাস্টার শামিম ইকবাল, মহেশখালী দক্ষিণের সেক্রেটারি আব্দুর রহিম, কক্সবাজার শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল ইসলাম, হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য পরিমল কান্তি শীল, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোহাম্মদ রাসেল, উপজেলা ছাত্রশিবির সভাপতি আবুল কাসেম সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।