চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সমিতির কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক এবং সাধারণ সম্পাদক মোহাঃ মাহমুদুল ইসলাম কনকসহ কার্যনির্বাহী সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট সোলায়মান আলী বিশু তার দায়িত্ব নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, এপিপি অ্যাভভোকেট মাশির আলী, অ্যাডভোকেট রবিউল আলম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও নবনির্বাচিত কমিটির সদস্যগণ। এদিকে সুষ্ঠভাবে জেলা আইনজীবী সমিতির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হওয়ায় জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুজার গিফারী ও সেক্রেটারী অধ্যাপক আবু বকর নব নির্বাচিত নির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। জামায়াত নেতা অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক নির্বাচিত হওয়ায় সত্যের জয় সুনিশ্চিত হয়েছে। আগামীতে আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে এ বিজয় বলিষ্ঠ ভ‚সিকা রাখবে বলে তিনারা আশবাদ ব্যক্ত করেন।
উল্লেখ, গত ২৪ ফেব্রæয়ারী সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে ভোট্র গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৮টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামাল ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে জামায়াত নেতা অ্যাডভোকেট মুহাম্মদ ইসাহাক নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সভাপতি মিসেস আনজুমান আরা, সহ-সভাপতি মোহাঃ সোহরাব আলী (২), সাধারণ সম্পাদক পদে মোহাঃ মাহমুদুল ইসলাম (কনক), সহ-সাধারণ সম্পাদক পদে ফরিদ আহম্মেদ (জনি) ও এম আব্দুস সালাম, অর্থ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম আজিজি, গ্রন্থাগার সম্পাদক পদে মু. আবুল কালাম আযাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে তানভির রহমান (নীতু ), নির্বাহী সদস্য পদে এম, এম, এস মেহেদী হাসান (শাওন) , সাবিনা ইয়াসমিন, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ নাজমুস সাকিব নির্বাচিত হন।