বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকজনতার অধিকার প্রতিষ্ঠার অন্যতম বাধা হচ্ছে অসচেতনতা। তাই শ্রমিকদেরকে স্ব স্ব অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। তাহলেই শ্রমিকরা নিজেদের অধিকারের প্রশ্নে আরও সোচ্চার ভূমিকা পালন করবে। অধিকার আদায়ের পাশাপাশি স্ব স্ব দায়িত্বপালনে আরও যত্নবান হতে হবে। পেশাগত দায়িত্ব, নাগরিক দায়িত্ব ও নৈতিক দায়িত্বপালনে শ্রমিকদের গড়ে তুলতে হবে। শ্রমিকজনতার মাঝে ইসলামি মূল্যবোধের প্রসার ঘটাতে হবে। তাহলেই তারা একটি ইনসাফসমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
সম্প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম। সভায় মহানগরীর সেক্রেটারিয়েট সদস্যগণ উপস্থিত ছিলেন।