বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজশাহীতে নির্বাচনী প্রচারে অংশ নিতে আসছেন। বিকেলে তিনি ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
রাজশাহীর তিন জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন। বিএনপি’র রাজশাহী মহানগর সভাপতি মামুন অর রশিদ মামুন জানান, ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে বিমানযোগে তারেক রহমান রাজশাহীতে পৌঁছবেন এবং সরাসরি মাদরাসা মাঠে সমাবেশে যোগ দেবেন। একই দিন সন্ধ্যায় নওগাঁ বাইপাসে এবং রাতে বগুড়ায় আরো নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে গতকাল বুধবার বেলা দুইটার দিকে মাদরাসা মাঠে সাংবাদিক সম্মেলন করে বিএনপি। এতে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী সদর আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান (মিনু), মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (রিটন) বক্তব্য দেন। রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, রাজশাহীসহ আশপাশের তিন জেলার ১৩টি সংসদীয় আসনের প্রার্থী ও মানুষ এই জনসভায় উপস্থিত থাকবেন।
আজ রাতে বগুড়ায় আসছেন
বগুড়া অফিস : দীর্ঘ ১৯ বছর পর আজ বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় আয়োজিত নির্বাচনী জনসভা শেষে তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। আসার পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন তিনি। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বগুড়াবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। তিনি বলেন, তারেক রহমানের এই সফর বগুড়ার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা সরাসরি জনগণের সামনে তুলে ধরবেন।
বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি অংশ নেবেন এবং সেখানে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। এরপর বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। নওগাঁর জনসভা শেষে তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য শেষে তিনি বগুড়া শহরে পৌঁছাবেন। জনসভা শেষে তিনি শহরতলির ছিলিমপুর এলাকায় অবস্থিত চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন। তার আগমন উপলক্ষে হোটেলটি সাজানো হয়েছে।
সূত্রটি জানায়, বগুড়ায় অবস্থানকালে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এবং জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন।
৩০ জানুয়ারি সকালে তিনি বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রাম এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। একই দিন শিবগঞ্জের মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারে জুমআর নামাজ আদায় করবেন। পরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পথসভায় অংশ নেবেন। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ীতে নিজের পিতৃভূমিতে যাবেন। সেখান থেকে আবার হোটেলে ফিরে রাত্রী যাপন করবেন। পরদিন ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করবেন।