কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ ১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ শাহিনুর আলম কাজিপুর নির্বাচনি এলাকায় গান্ধাইল ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন। গত ৫ ই অক্টোবর রোববার দিনব্যাপী কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এবং শেষে সন্ধ্যা ৭ টায় কালিকাপুর হাট প্রাঙ্গনে মসজিদের নতুন বিল্ডিংয়ে মুহাম্মদ সামসুল হকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর নির্বাচনি আসনের প্রার্থী মাওলানা শাহীনূর আলম। তিনি তার বক্তব্যে বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশে ইসলামী শাসন কায়েম করবে, মদ, সুদ, ঘুষ বন্ধ করবে, মেহনতি মানুষের অধিকার আদায় করবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ গোলাম হোসেন, জামায়াতে ইসলামীর শুভগাছা ইউনিয়নের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, জামায়াত ইসলামী কাজিপুর উপজেলা আমীর প্রভাষক জাহিদুল ইসলাম ও জেলা মজলিসের শূরা সদস্য অধ্যক্ষ হাসান মনসুর (মিলন)।