বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চল দায়িত্বশীল বৈঠক সমপ্রতি নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মোহাম্মদ গোলাম রব্বানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি এডভোকেট কাওছার আলী, দিনাজপুর জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, ঠাকুরগাঁও জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান, পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাসার মোহাম্মদ সাদ্দাম হেসেন বসুনিয়া, নীলফামারী জেলা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, লালমনিরহাট জেলা সভাপতি মোহাম্মদ রেনায়েল আলম, কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট মোহাম্মদ ইয়াছিন আলী সরকার এবং গাইবান্ধা জেলা সভাপতি মোহাম্মদ নুরুন্নবী প্রধান এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
অঞ্চল দায়িত্বশীল বৈঠকে মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই কেবল শ্রমজীবি মানুষের কল্যাণ সাধন করতে পারে। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে ইসলামী শ্রম আইন বাস্তবায়নে সোচ্চার আন্দালন অব্যহত রেখেছে। এ অধিকার নিশ্চিত করতে এবং শ্রমিকদের হক আদায় ও বৈষম্য দুর করতেই আমরা আন্দোলন করছি। তিনি বলেন, সমাজতন্ত্র জাতীয়তাবাদ কেউ শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আল্লাহর সন্তুষ্টি অর্র্জনের মাধ্যমে আমাদের প্রত্যেককে উন্নত নৈতিক চরিত্র গড়ে তুলে এ অধিকার নিশ্চিত করতে হবে।