মাইলস্টোন স্কুলের শিক্ষিকার আত্মত্যাগ, শিশুদের প্রতি তাঁর মমত্ববোধ ও দায়িত্বশীলতার কথা স্মরণ করে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান আজ ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দেয়া পোস্টে তিনি মাহেরিন চৌধুরীকে একজন আদর্শ ও সার্থক মা ও শিক্ষিকা হিসেবে অভিহিত করে বলেছেন, আপনি আপনার শিক্ষার্থীদের জন্য যে ভালোবাসা, যত্ন ও দায়িত্ব পালন করেছেন, তা একজন আদর্শ মায়েরই প্রতিচ্ছবি। এমন মা আল্লাহ তা'য়ালা এই জাতিকে আরও বেশি করে দান করুন।
আমীরে জামায়াত মাহেরিন চৌধুরীর রূহের মাগফিরাত ও মহান রবের সন্তুষ্টি কামনা করে দোয়া করেন।